বাচ্চার জন্য মজাদার ম্যাশ পটেটো রেসিপি
- তাসফিয়া আমিন
- জানুয়ারি ১, ২০২০
বাচ্চার জন্য মজাদার ম্যাশ পটেটো রেসিপি
- সিদ্ধ আলু ২ টি (মাঝারি)
- দুধ ১/৩ কাপ ,
- বাটার বা ঘি ১ টেবিল চামচ ,
- চিজ ১ স্লাইস,
- লবন এক চিমটি স্বাদমতো
প্রণালি:
আলু সিদ্ধ করার পর গরম গরম অবস্থায় আলুর খোসা ফেলে খুব ভালো করে চটকিয়ে নিন যাতে কোন দানা না থাকে ৷ আলু গরম অবস্থায় করবেন তাহলে ভালো ম্যাশ হবে ৷ ঠান্ডা হলে ভালো মত ম্যাশ করা যায় না ৷ যদি দেখেন চটকানো পর দানা দানা থাকে তাহলে চালনিতে চেলে নিন বা ব্লেন্ডারে ব্লেন্ড করুন। দানা থাকলে বাচ্চা গলা আটকাতে পারে তাই খেয়াল রাখুন এই ব্যাপারে ৷
এবার কড়াইয়ে ম্যাশ আলুর সাথে দুধ, বাটার, চিজ এবং লবন দিয়ে চুলায় দিয়ে অনবরত নেরে সব মিশিয়ে নিন৷ ৩/৪ মিনিট লাগবে, সব মিশে গেলে নামিয়ে নিন ৷ ১ বৎসর বা তার বেশি বয়সি বাচ্চাদের দুপুরে খাবার হিসাবে খাওয়াতে পারেন মজাদার ম্যাশ পটেটো ৷
কে/এস