গয়না সংরক্ষণের কিছু টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ৪, ২০২২
গয়না রূপার হোক কিংবা ইমিটেশনের, সঠিক সংরক্ষণের অভাবে জৌলুস হারিয়ে বিবর্ণ হয়ে যেতে পারে। দীর্ঘদিন পরও যেন গয়না কালচে না হয় সেজন্য কীভাবে সংরক্ষণ করবেন জেনে নিন...
- বিভিন্ন ধরনের গয়না একসাথে সংরক্ষণ করবেন না। অনেক ধরনের মেটাল একসাথে থাকলে মরিচা পড়ে যেতে পারে। রূপা, সোনা, হীরা, ইমিটেশন সব আলাদাভাবে সংরক্ষণ করুন।
- গয়না রেখে দেওয়ার আগে গয়না যেন পরিষ্কার এবং শুকনো হয় সেটা নিশ্চিত করুন। ময়েশ্চার থাকলে দ্রুত কালচে হয়ে পড়ে গয়না।
আরো পড়ুনঃ সম্পর্ক ভেঙে যেতে পারে যে ৫ কারণে
- কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা মাইল্ড ডিটারজেন্ট মিশিয়ে গয়না ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর নরম টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে নিন। ঝকঝকে হয়ে যাবে গয়না।
- গয়না যে বক্সে সংরক্ষণ করবেন, সেখানে এক প্যাকেট সিলিকা জেল রাখতে পারেন। অতিরিক্ত ময়েশ্চার টেনে নেবে এটি।
- সরাসরি রোদ পড়ে এমন কোথাও গয়না রাখবেন না।
- রূপার গয়নার কালচে হওয়া রোধ করতে বছরে দুইবার পলিশ করে নিন।
- গয়না সবসময় শুষ্ক ও অন্ধকার স্থানে সংরক্ষণ করবেন।
আরো পড়ুনঃ মানসিকভাবে শক্তিশালী হওয়ার কার্যকরী কিছু পদ্ধতি
- বড় গয়না ফেল্টে মুড়ে আলাদা সংরক্ষণ করুন। মুক্তার গয়না কখনও প্লাস্টিকের বক্সে রাখবেন না। এ ধরনের গয়না কাঠের বক্সে সংরক্ষণ করুন।