অনলাইন পোশাক কেনাকাটার আগে জানুন কিছু বিষয়
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১৪, ২০২২
প্রায় সারা বছর ধরে বিভিন্ন সাইটে অফার চলে। এর ফলে আজকাল অনলাইনে কেনাকাটায় বাড়ছে আগ্রহ। কিন্তু তার মানে এই নয় যে অনলাইনে আসা জিনিস নিয়ে কখনো কোনো অভিযোগ থাকে না। বরং অনলাইনে কাপড় কিনে বদলানোর ঝঞ্ঝাটে পড়তে হয় অনেক সময়।
আরো পড়ুনঃ ছোট ঘরকে কিভাবে ‘বড়’ দেখাবে ?
তবে আপনি কিছু নিয়ম ও সাবধানতা মেনে চললে অনলাইনে পোশাক কেনায় ঠকে যাওয়ার আশঙ্কা থাকবে না। আসুন জেনে নেই অনলাইন কেনাকাটায় কোন কোন বিষয় সম্পর্কে সচেতন থাকা জরুরি...
১. আপনি যে জিনিসটি কিনবেন, রিভিউ বিভাগে গিয়ে তার সম্পর্কে মতামত দেখুন। একবার দেখলেই বুঝবেন বেশিরভাগ মানুষ পোশাকটি সম্পর্কে কী বলছেন। ভরসাযোগ্য মতামতের সংখ্যা বেশি হলে তবে চিন্তা করুন কেনার।
আরো পড়ুনঃ এই গরমে ত্বকের যত্নে কিছু টিপস
২. ছবি দেখে পণ্য বুঝতে হয় বলে রং নিয়ে ধোঁয়াশা থেকে যায়। দেখা যায় ছবিতে যে রকম দেখলেন, হাতে পাওয়ার পর একেবারেই মিলছে না সেটি। এমন সাইট বা পেইজ থেকে পোশাক কিনবেন, যেন হাতে পাওয়ার পর পছন্দ না হলে সেটি রিটার্নের সুযোগ থাকে।
৩. পোশাকের মাপ ভালো করে বুঝে নিন। পোশাকের মাপ বিভিন্ন দোকানে আলাদা রকম হতে পারে। কত ইঞ্চি লম্বা সেটাও শুনে নিন।
আরো পড়ুনঃ পিঁপড়া দূর করার সহজ ঘরোয়া উপায়
৪. দাম-দর করার সুযোগ না থাকলে অন্যান্য ওয়েবসাইটে ওই একই রকম পোশাকের বা নির্দিষ্ট ওই পোশাকের কেমন দাম বলছে তা একবার দেখে নিন। এতে অতিরিক্ত বেশি টাকা ঠকতে হবে না।
৫. যে সাইট থেকে জিনিস কিনছেন তাদের বদলের নিয়ম ও সময়সীমা সম্পর্কে আগেই খোঁজখবর নিন।