জুতার দুর্গন্ধ দূর করার টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ৯, ২০২২
ভ্যাপসা গরমে পা ঘেমে ব্যাকটেরিয়া জন্মে। এর ফলে দুর্গন্ধ হয়ে যায় জুতা ও মোজায়। জেনে নিন, এ ধরনের পরিস্থিতি এড়াতে কী করবেন।
- জুতা সব সময় শুষ্ক স্থানে রাখুন। তবে বাতাস পর্যাপ্ত যেন চলাচল করে সেখানে।
- জুতা, মোজা ও ইনসোল নিয়মিত ধুয়ে রোদে শুকিয়ে নেবেন।
- মোজা পড়ার আগে পায়ের পাতায় ট্যালকম পাউডার লাগিয়ে নিন। পাশাপাশি পাউডার সুরভিত রাখবে পা দুটোকে।
আরো পড়ুনঃ গরমে ঘর ঠান্ডা রাখার সহজ উপায়
- জুতা খোলার পর কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিন ভেতরে। পরদিন শুকনো কাপড় দিয়ে মুছে তারপর পরুন জুতা।
- ব্যবহৃত টি ব্যাগ ঠান্ডা হলে ঘন্টা খানেকের জন্য রেখে দিন জুতার ভেতরে।
- কমলার খোসা টুকরো করে জুতার মধ্যে রেখে দিলেও দূর হবে দুর্গন্ধ।