ঘামের দাগ দূর করুন সহজ উপায়ে
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ২০, ২০২২
গরমে ঘেমে পোশাকে দাগ পড়ে যায়। হলদে ও চাকা চাকা এসব দাগ সহজে উঠতে চায় না। যারা অতিরিক্ত ঘামেন তাদের এই সমস্যা আরো বেশি। জেনে নিন পোশাক থেকে ঘামের দাগ উঠানোর কিছু টিপস..
- আধা কাপ গরম পানিতে ৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের ওপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর ধুয়ে ফেলুন পানি দিয়ে। দাগ উঠে যাবে।
- ভিটামিন সি সমৃদ্ধ লেবুর অ্যাসিটিক উপাদান দ্রুত দাগ উঠাতে সাহায্য করে। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধা কাপ পানিতে মিশিয়ে নিন। মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ স্তনে ব্যথা কিসের লক্ষণ?
- গরম পানিতে খানিকটা লবণ মিশিয়ে দাগের উপর ঢেলে দিন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। অ্যাসপিরিন ট্যাবলেট এর সাহায্যে দূর করতে পারেন পোশাকে বসে যাওয়া ঘামের দাগ।
২ টেবিল চামচ পানিতে দুটো ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে টুথব্রাশের সাহায্যে লাগান। বেশি জোরে ঘষবেন না। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
- ১ কাপ ভিনেগার ও দুই কাপ কুসুম গরম পানি একসঙ্গে মিশিয়ে পোশাক ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে।