ঘরবাড়ি জীবাণুমুক্ত রাখবেন যেভাবে
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ৩, ২০২২
ধুলোবালি থেকে বিভিন্ন ধরনের রোগ-জীবাণুও সৃষ্টি হয়। আর শীতকালে শুষ্ক বাতাসের জন্য এই সমস্যা বেশি দেখা যায়। এজন্য নিয়মিত ঘর পরিষ্কার না করলে আপনার সাথে আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে৷
ঘর পরিষ্কার রাখতে কত ঝামেলাই না পোহাতে হয়! আপনার ঘর বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও ধুলো-বালিমুক্ত রাখতে মেনে চলুন প্রয়োজনীয় কিছু টিপস...
- কাঠের ফার্নিচার নিয়মিত পরিষ্কার করুন। শুকনো কাপড় দিয়ে ফার্নিচার প্রতিদিন পরিষ্কার করুন আর সপ্তাহে ১ বার পরিষ্কার করুন লিক্যুইড ক্লিনার দিয়ে। শীতকালে ঘরের ভেতরটা ঠান্ডা থাকে। তাই, সন্ধ্যার আগে দরজা জানালা বন্ধ রাখুন ও রুমে ভারী পর্দা ব্যবহার করুন।
- ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেমনঃ ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো-ওয়েবম্ভের বাইরের অংশ প্রতিদিন নিয়মিত পরিষ্কার রাখুন।
- ঘরের ভিতরে ফ্রেশ হাওয়া রাখতে চাইলে এয়ার ফ্রেশনার বা এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ রুপার গহনা পরিষ্কারের সহজ ৬টি টিপস
- ঘরের কোণায় যেন ময়লা জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখা জরুরী।
- ঝাড়ুনি বা ব্রাশ দিয়ে ঘরের উপরের ধুলোবালি পরিষ্কার করুন।
- কার্পেট, ম্যাট বা সোফা পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন।
- বেড কভার, পিলো কভার, সোভা কভার, কুশন কভার সপ্তাহে ১ বার ধোয়া ভালো।
- বারান্দায় প্ল্যান্ট থাকলে তার আশেপাশে ভালো করে পরিষ্কার করে রাখুন।
- পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ঘর পরিষ্কার রাখা প্রয়োজন।
শীতকালে ঘর বাড়ি ময়লা হয় বেশী, তাই নিয়মিত ঘর পরিষ্কার রাখা জরুরী।