বিদ্যুৎ খরচ কম করার উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ৯, ২০২২
শীতের সময় তাও বিলের পরিমাণ একটু কম হতে পারে। কিন্তু বছরের বাকি সময়টা বিদ্যুতের বিল যেন লাগাম ছাড়া হয়ে যায়। ক্রমাগত বাড়তেই থাকে। অথচ ছোট ছোট কিছু বিষয়ে খেয়াল রাখলেই বিদ্যুৎ খরচ কমানো যেতে পারে।
- যতটা পারবেন প্রাকৃতিক আলো ব্যবহার করবেন। আর তার জন্য ঘরে জানালা একটু বড় রাখতে হয়। দক্ষিণের জানালা দিয়ে সবচেয়ে বেশি আলো পাওয়া যায় বলেই মত বিশেষজ্ঞদের।
আরো পড়ুনঃ শীতে ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? যে কারণে হতে পারে!
- লাইটের উপর বিদ্যুতের খরচ অনেকটা নির্ভর করে। কত পাওয়ারের লাইট কিনছেন তাতে কতটা বিদ্যুৎ খরচ হবে জেনে রাখবেন। পারলে সিলিং কিংবা দেওয়ালের লাইট কম ব্যবহার করবেন। টেবিল ল্যাম্পে বেশিরভাগ কাজ সারতে পারেন।
- ওয়াশিং মেশিনে গরম পানি ব্যবহার করবেন না। ঠান্ডা পানি ব্যবহার করলে অনেকটা কম বিদ্যুৎ খরচ হয়। একইভাবে স্ত্রী করার আগে জামা কাপড় ভালো করে শুকিয়ে নেবেন। তাতে কম সময়ে কাজ হয়ে যাবে।