শীতে কোটের যত্নে জানুন টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- নভেম্বর ২৬, ২০২২
সঠিক যত্নের অভাবে কোট তার স্বাভাবিক আকৃতি হারিয়ে ফেলতে পারে। শখের পোশাকটি কুঁচকে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আটকাতে কিছু টিপস জেনে নিন।
- ব্যবহারের আগে নরম কাপড়ের তৈরি ব্রাশ দিয়ে ধুলা পরিষ্কার করুন কোটের।
- কোট কখনো ভাঁজ করে রাখবেন না। আলমারিতে ঝুলিয়ে রাখুন হ্যাঙ্গারে।
আরো পড়ুনঃ ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় মুলতানি মাটি
- শীত আসার আগে এবং শীত চলে যাওয়ার পর উঠিয়ে রাখার আগে ড্রাই ক্লিন করুন।
- বাসায় পরিষ্কার করতে চাইলে মাইল্ড ডিটারজেন্ট এবং কুসুম গরম পানি ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানিতে পরিষ্কার করবেন না।
- প্রতিবার ব্যবহারের পর পকেটে কিছু রয়ে যাচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখবেন। পকেটে ভারী কিছু থাকলে কোটের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে।
আরো পড়ুনঃ চুল পড়া কমবে ঘরোয়া উপকরণে!
- ধুয়ে নেওয়ার পর ভেজা কোট শুকানোর জন্য ঝুলাবেন না। পানি নিংড়ে সমতল কোথাও বিছিয়ে রাখুন।
- শীতশেসে উঠিয়ে রাখার আগে সিল্ড ব্যাগে রাখবেন এবং সেটি ঝুলিয়ে রাখবেন।