সুগন্ধি ব্যবহারের এই ৮ নিয়ম জানতেন?
- ওমেন্স কর্নার
- মে ১৪, ২০২৪
নিজেকে চনমনে ও প্রফুল্ল রাখতে পারে পছন্দের সুগন্ধির ছোঁয়া। তবে অনেক সময় আমাদের ব্যবহারের ভুলে কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যায় সুগন্ধির সৌরভ। আবার পোশাকও নষ্ট হয়ে যায় ভুলভাবে ব্যবহারের কারণে। যদি পছন্দের সুগন্ধির সৌরভ ধরে রাখতে চান অনেকক্ষণ পর্যন্ত, তবে কিছু জরুরি টিপস জেনে নিন।
- পোশাকের উপর ডিওডোরেন্ট লাগাবেন না। এতে পোশাক নষ্ট হবে। ডিওডোরেন্ট শরীরে স্প্রে করুন। গন্ধ থাকবে অনেকক্ষণ। পারফিউম পোশাকে দিতে পারেন। তবে গলায়, হাতের কনুই-এর নীচে এবং বাহুমূলে দিতে ভুলবেন না।
- গোসলের পর পরই ব্যবহার করুন সুগন্ধি। গোসলের পর ত্বক পরিষ্কার ও ভেজা থাকে। লোমকূপগুলোও থাকে ময়লামুক্ত। ফলে এসময় ব্যবহার করলে ত্বক ভালোভাবে সুগন্ধি শোষণ করে নিতে পারে।
- যে ব্র্যান্ডের ডিওডোরেন্ট মাখছেন, চেষ্টা করুন সেই কোম্পানির সাবান বা বডিওয়াশ ব্যবহার করতে। একই স্মেলের সাবান ব্যবহার করুন। এতে গন্ধ দিনভর স্থায়ী হবে।
আরো পড়ুন:
ত্বকের মেকআপ তোলার ৫ উপায়
নেইলপলিশ অনেক দিন ভালো রাখার উপায়
নেইলপলিশ অনেক দিন ভালো রাখার উপায় জেনে নিন
ঘরোয়া উপায়ে মাসকারা তৈরি পদ্ধতি জানুন
- ত্বকে ময়েশ্চারাইজার মেখে এরপর সুগন্ধি স্প্রে করুন। অনেকক্ষণ পর্যন্ত সুগন্ধ থাকবে।
- বেশিক্ষণ সৌরভ ধরে রাখার জন্য অতিরিক্ত সুগন্ধি ব্যবহারের প্রয়োজন নেই একেবারেই। এক অথবা দুইবার স্প্রে করুন সুগন্ধি। এর বেশি ব্যবহার করলে স্বাভাবিক সৌরভ হারিয়ে যেতে পারে সুগন্ধির।
- দীর্ঘক্ষণ সৌরভ ধরে রাখতে কবজির ত্বকে স্প্রে করে নিন সুগন্ধি। শরীরের এই অংশে রক্তনালিগুলো ত্বকের সবচাইতে কাছাকাছি থাকে। ফলে জায়গাটা বেশ উষ্ণ থাকে, যা সুগন্ধিকে অনেকক্ষণ টিকে থাকতে সাহায্য করে।
- এই গরমে তীব্র সুগন্ধি ব্যবহার করবেন না। এটি অস্বস্তি বাড়াবে।
- সুগন্ধি স্প্রে করার পর মিশিয়ে নেওয়ার জন্য ঘষবেন না। প্রাকৃতিকভাবে শুকিয়ে যেতে দিন। সুরভিত থাকতে পারবেন দিনভর।