পোশাক থেকে সুগন্ধির দাগ তোলার টিপস জেনে নিন
- ওমেন্স কর্নার
- মে ২২, ২০২৪
সুগন্ধি পোশাকে স্প্রে করলে দাগ পড়ে যায় বেশিরভাগ সময়। আবার ডিওডোরেন্ট পুরোপুরি না শুকালেও পোশাকে হলদে দাগ পড়ে যেতে পারে। এমন কিছু হয়ে গেলে চিন্তার কিছু নেই। কয়েকটি পদ্ধতি মেনে পোশাক থেকে সুগন্ধির ছোপ ছোপ দাগ সহজেই উঠিয়ে ফেলতে পারবেন। জেনে নিন টিপস।
রঙিন পোশাকের ক্ষেত্রে
রঙিন পোশাক থেকে সুগন্ধির দাগ তুলতে দুই টেবিল চামচ সাদা ভিনেগার এবং দুই টেবিল চামচ পানি মেশান। পোশাকের ভেতরে ও বাইরে তোয়ালে বিছিয়ে দিন এবং দ্রবণে নরম ব্রাশ ডুবিয়ে দাগের উপর ঘষুন। এক বালতি পানিতে এক কাপ ভিনেগার মিশিয়ে পোশাকটি অন্তত ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ফেলুন পোশাক।
আরো পড়ুন:
কোন রঙের পোশাক পরলে স্লিম দেখাবে?
কিভাবে বুঝবেন কোন রঙে আপনাকে বেশি মানাবে?
পোশাকের দাগ দূর করবে লেবুর রস
ঘামের দাগ দূর করুন সহজ উপায়ে
সাদা পোশাকের ক্ষেত্রে
এক-চতুর্থ কাপ বেকিং সোডা, হাইড্রোজেন পারক্সাইড এবং ঠান্ডা পানি একসঙ্গে মেশান। একটি সাদা তোয়ালে পোশাকটির ভেতরে এবং বাইরে বিছিয়ে নিন। পোশাকের ভেতরে সুগন্ধির দাগে মিশ্রণটি প্রয়োগ করে একটি পুরানো টুথব্রাশ দিয়ে ঘষুন। ৩০ মিনিটের জন্য রেখে দিন। লন্ড্রি ডিটারজেন্ট ও গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সাদা পোশাকটি।
টিপস:
- পোশাক পরার আগে ডিওডোরেন্টকে পুরোপুরি শুকাতে দিন। পোশাকে সরাসরি সুগন্ধি স্প্রে করবেন না।
- অ্যালুমিনিয়াম নেই এমন ডিওডোরেন্টে ব্যবহার করুন। অ্যালুমিনিয়ামের কারণে দাগ দ্রুত বসে যায়।
- অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করবেন না।