ভিজলেও দ্রুত শুকিয়ে যায় এই ৬ কাপড়
- ওমেন্স কর্নার
- জুলাই ৮, ২০২৪
অফিসে যাওয়ার পথে হুট করে নামা বৃষ্টিতে পোশাক ভিজে বিড়ম্বনা বাড়ে এই মৌসুমে। আবার বৃষ্টি ধরে এলেও ভ্যাপসা গরমে গায়ের পোশাক যায় ভিজে। এই সময় ভেজা পোশাক শুকানোও বেশ কষ্টকর। কারণ দিনের পর দিন দেখা পাওয়া যায় না সূর্যের। বাতাসেও আর্দ্রতার পরিমাণ থাকে অনেক বেশি। বর্ষার সময় তাই এমন কাপড় বেছে নেওয়া ভালো যেগুলো ভিজে গেলেও খুব দ্রুত শুকিয়ে যায়। জেনে নিন এমন কাপড় কোনগুলো।
- জর্জেট হলো এক ধরনের ক্রেপ ফেব্রিক যা সাধারণত খাঁটি সিল্ক থেকে তৈরি হয়। তবে রেয়ন, ভিসকোস এবং পলিয়েস্টারের মতো সিন্থেটিক ফাইবার থেকেও তৈরি হয় জর্জেট। জর্জেটের পোশাক দেখতে যেমন ট্রেন্ডি, তেমনি হঠাৎ ভিজে গেলে বিড়ম্বনাও কম। কারণ বাতাসেই শুকিয়ে যায় জর্জেটের কাপড়।
- এই আবহাওয়ায় সিল্কের পোশাক বেশ মানানসই। প্রাকৃতিক প্রোটিন ফাইবার দিয়ে তৈরি সিল্ক যেমন ওজনে হালকা, তেমনি বেশ আরামদায়কও। হাঁফ সিল্ক, সেমি-তসর সিল্ক, ক্রেপ সিল্ক, কটন মিক্স সিল্ক বেছে নিতে পারেন বর্ষার এই স্যাঁতসেঁতে আবহাওয়ায়। এগুলো ভিজে গেলেও শুকাতে সময় নেয় না।
- গরমে সুতির বিকল্প নেই। তবে মোটা সুতি কাপড় সহজে শুকাতে চায় না। বর্ষার এই আবহাওয়ায় বেছে নিতে পারেন পাতলা সুতি কাপড়ের পোশাক।
আরো পড়ুন:
গরমে ঘামে ময়লা জমছে সাদা কাপড়ে, দাগ তুলবেন কীভাবে?
প্যান্টের পেছনে মানিব্যাগ রাখা কেন বিপদজ্জনক জানুন
বেশিরভাগ জিন্স নীল হওয়ার কারণ কী?
এই বর্ষায় জুতা–মোজার দুর্গন্ধ ঠেকানোর ১০টি উপায়
- পলিয়েস্টার এক ধরনের সিন্থেটিক ফেব্রিক। এই কাপড় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইলগুলোর মধ্যে একটি। এর কৃত্রিম তন্তু আর্দ্রতা শোষণ করে না। ভিজে গেলে খুব দ্রুত শুকিয়ে যায় পলিয়েস্টারে তৈরি পোশাক
- আরামদায়ক লিনেন বেছে নেওয়া যেতে পারে বর্ষায়। শণ গাছের ডালপালা থেকে প্রাপ্ত তন্তু থেকে তৈরি হয় লিনেন। লিনেন দিয়ে তৈরি পোশাক গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য বেশ মানানসই।
- বেছে নিতে পারেন নাইলনের পোশাক। হালকা ওজনের নাইলন শুকিয়ে যায় দ্রুত। আবার এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে বাতাসও। ফলে ঘাম কম হয়।
জেনে নিন:
- এই মৌসুমে পোশাক শুকিয়ে যাওয়ার পরও এক ধরনের আর্দ্র ভাব থেকে যায় এই আবহাওয়ায়। তাই আলমারিতে রাখার আগে অবশ্যই ইস্ত্রি করে নেবেন।
- কাপড় ভেজানোর পানিতে লেবুর রস মিশিয়ে নিন। জামাকাপড়ে দুর্গন্ধ হবে না।
- বর্ষায় জামাকাপড় ধোয়ার সময় ব্যবহার করতে পারেন ভিনেগার। বড় একটি বালতির পানিতে ১ কাপ সাদা ভিনেগার দিয়ে পোশাক কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভিনেগার পোশাকের সাদা দাগ এবং গন্ধ দূর করতে সাহায্য করে।
- পোশাকে ফাঙ্গাস পড়ে গেলে লবণ ও লেবুর মিশ্রণ ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ফাঙ্গাস দূর হবে।