ঘরে বসে নিজেই তৈরী করুন মেকআপ প্রাইমার

  • দিয়া আরাফিন
  • মার্চ ১১, ২০১৮

মেপআপ প্রাইমার কী এবং কেন? 

মেপআপ প্রাইমার বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি নাম। আজকাল দেশি-বিদেশী প্রায় সব বিউটি ব্লগারদের দেখা যায় ফাউন্ডেশন ব্যবহারের পূর্বে একটি ভালো মানের প্রাইমার লাগিয়ে নেয়। আমরা প্রায় সব মেয়েরাই চায় আমাদের মেকআপ দেখতে যেন সুন্দর হয়, কিছুক্ষণ পর যেন নষ্ট না হয়ে যায়। ঘেমে না যায়, ফেস যেন কালো না লাগে। একটি ভালো মেকআপ করার পূর্ব শর্ত হচ্ছে বেইজ মেকআপ। আর ভালো বেইজ মেকআপ করার জন্য প্রাইমারের কোন বিকল্প নেই।  আচ্ছা আপনার কি কোন সময় মনে হয়েছে প্রাইমার কী দিয়ে তৈরী? আর প্রাইমারের ব্যবহারের উপকারিতা কী? 

প্রাইমারের উপকারী দিক : প্রাইমার ব্যবহারের বেশ কয়েকটি উপকারী দিক রয়েছে। ইতোমধ্যে যে কয়েকটি কারণে প্রাইমার এতো জনপ্রিয় হয়ে উঠেছে মেকআপ প্রেমীদের কাছে আসুন জেনে নি সেগুলোর মধ্যে অন্যতম কয়েকটি কারণঃ

•    ত্বককে কোমল করে

•    নরম করে

•    ত্বকের পোরগুলোকে ছোট করে

•    মেক আপকে দেখতে নেচারাল মনে হয়

•    এন্টি এজিং

•    নন- কমেডোজেনিক, মানে ফেটে যায় না

•    ইজি টু এপ্লাই

•    লাইট ওয়েট

•    মেক আপ দীর্ঘ সময় স্টে করে

•    রিডিউস রেডনেস

•    ব্রণ গুলো কে হাইড করে

মেকআপ প্রাইমারের ব্যবহারে ত্বকের পোর গুলোকে ছোট করে দেয়, ত্বকের উপর একটি স্মুথ টেক্সচার তৈরি করে, ত্বকের অতিরিক্ত তেল গুলোকে শোষণ করে নেয়, ত্বককে দেখতে মসৃণ করে।সাধারণত ফাউন্ডেশন, লিপ্সটিক, মাশকারা, আইশেডো এমন কি নেইল পলিশ লাগানোর আগে প্রাইমার ব্যাবহার করা হয়। বাজারের যে কোন প্রাইমার কিনতে গেলে ১০০০-১৮০০ টাকা খরচ হয়ে যায়। সবাই এতো এক্সপেনসিভ জিনিস কিনে ব্যবহার করতে পারেনা। তবে কি মেকআপ করা হবেনা? আপনি নিজে নিজেই ঘরে বসে বাজারের যে কোন ব্রান্ডের প্রাইমার এর মতো প্রাইমার তৈরী করতে পারেন এবং তা খুবই কম খরচে।

প্রাইমার তৈরী করার উপকরণঃ 

(১) মিনারেল ওয়াটার 

(২) এলোভেরা জেল ( অর্গানিক হলে ভালো হয়) 

(৩) গ্লিসারিন 

(৪) গোলাপ জল ( যাদের গোলাপ জলের ঘ্রাণ ভালো লাগেনা তারা মসচারাইজার দেবে) 

(৫) স্প্রে বোতল (বাজারে কিনতে পাওয়া যায়) 

প্রণালীঃ  ১০ টেবিল চামচ মিনারেল ওয়াটার, গ্লিসারিন  তিন চামচ , এলোভেরা জেল ২ চামচ, গোলাপজল ৪ চামচ এক সাথে মিষিয়ে নিলেই হয়ে গেলো আপনার প্রাইমার। স্প্রে বোতলে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। পানির পরিমাণ অনুযায়ী অন্যান্য জিনিসের অনুপাত বাড়াতে হবে। প্রাইমার ব্যবহারের পূর্বে অবশ্যই মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। ওয়েলি হলে বরফ কুচি দিয়ে একটু ঢলে নিতে হবে। আপনার তৈরী করা প্রাইমারটি অবশ্যই আলো থেকে দূরে, শুস্ক ও ঠান্ডা স্থানে রাখবেন।

 

Leave a Comment