বিয়ের কেনাকাটায় কনের কসমেটিকসের তালিকায় কি কি থাকা অতি আবশ্যক?
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২২, ২০১৭
বিয়ের কেনাকাটায় সবারই কিছু না কিছু ভুল হয়ে থাকে। এই ভুল থেকে দুই পক্ষের মধ্যে শুরু হয় মান - অভিমান। বরপক্ষ সবথেকে বেশি ভুল করে কনের কসমেটিক্স কেনাকাটায়। ভুল হওয়াটা স্বাভাবিক কারণ কসমেটিক্সে নানা ধরণের নান জিনিসপত্র নিতে হয়। যদি আগে থেকেই একটা লিষ্ট তৈরী করে নেয়া যায় তাহলে কিন্ত মান - অভিমানের ঝামেলা হওয়ার রিস্কটা অনেক কমে যায়।
বরপক্ষের ঝামেলা এড়াতে আজ থাকছে কনের কসমেটিকসের বিশাল তালিকা।
আরো পড়ুনঃ ধূমপান যেভাবে আপনার শরীরের ক্ষতি করছে!
বিয়ের কেনাকাটা কনের জন্য:----
১)লিপস্টিক
২। লিপ লাইনার
৩। নেইল পলিশ
৪। ফেস পাউডার
৫। আই লাইনার
৬। মাসকারা
৭। আই শেডো বক্স
৮। মেকআপ বক্স
৯। শাম্পু ফর হেয়ার
১০। কনডিশনার
১১। ককোনাট ওয়েল
১২। সাবান ১
৩। সোপ বক্স
১৪। পাউডার
১৫। পাউডার বক্স
১৬। টুথ পেস্ট
১৭। টুথ ব্রাশ
১৮। চিড়ুনি
১৯। তোয়ালে
২০। রুমাল
২১। টিপ
২২। আইবুরু পেনসিল
২৩। কাজল
২৪। চুলের কিপ
২৫। চুলের কাটা
২৬। খোপা
২৭ । বডি লোশন
২৮। মেহেদি টিউব
২৯। গ্লিটার