ছেলেদের শার্টের বোতাম ডানদিকে আর মেয়েদের বামদিকে থাকে কেন?

  • ফারজানা আক্তার 
  • জুলাই ১৭, ২০১৮

শার্টের বোতামের ডান, বাম বিষয়টি নিয়ে অনেক মিথ প্রচলিত আছে। আছে অনেক তর্ক এবং বিতর্কও। ছেলেদের শার্টের বোতাম খোলা লাগানোর ব্যবস্থা থাকে ডানদিকে আর মেয়েদের বামদিকে। ধারণা করা হয়, এই নিয়মের প্রবক্তা নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্টের প্রায় সব ছবিতেই দেখা যায় তার ডান হাত কোর্টের ভেতরে ঢোকানো।  এই বিষয়টি তখনই হয় যখন কোটের বোতাম বা দিক থেকে ডান দিকে খুলতে হয়। তার শার্টের বোতাম বামদিকে থাকায় তাকে নিয়ে অনেক হাসাহাসির উদ্রেক হয়েছিল। তখন তিনি এই নিয়ম জারি করেন। 

আরো একটি কারণ রয়েছে উক্ত বিষয়টির। পুরুষরা সাধারণত নিজের জামা নিজেই পরে এসেছেন। তা তিনি রাজা মহারাজাই হোন বা সাধারণ কেউ কিন্তু রাজ পরিবারের মেয়েদের জন্য দাসী রাখা হতো। তারাই রানী এবং রাজ্কুমারীদের পোশাক পরিয়ে দিতেন। বেশিরভাগ দাসীই তো ডানহাতি ছিলেন। তাই তাদের সুবিধার জন্য তাদের মেয়েদের জামার বোতাম বাম দিকে রাখাই হতো। 

রাজা কিংবা সেনাপতি, তাদের ডান হাতে তরোয়াল ধরতে হতো। তাদের বাম হাত খালি থাকতো। বা হাত দিয়ে বোতাম খোলা এবং পরার জন্য ডান দিকে বসানো হতো। মহিলাদের ক্ষেত্রে বাচ্চাকে যেহেতু বাম হাত দিয়ে কোলে নিতে হয় তাই তাদের ডান হাত খালি থাকে। বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য ডান হাতে শার্ট বা ব্লাউজের বোতাম খুলতে সুবিধে হয়। সেক্ষেত্রে বোতাম ডানদিকে থাকলে খুলতে খুব কষ্ট হতো। 
 
পুরুষরা ঘোড়া নিয়ে ছুটলে রাস্তার বামদিক ঘেঁষেই যান যাতে করে ডান দিকে তরোয়াল চালাতে সুবিধা হয়। সেই তরোয়াল বাম-কোমরে গোঁজা থাকত। বের করার সময় তরোয়াল যাতে জামা বা কোটের বোতামের খাঁজে আটকে না যায়, তার জন্যই বোতাম বসানো হতো ডানদিকে। 

তথ্য : গুগল 

Leave a Comment