সাদা কাপড় থেকে তরকারির ঝোলের দাগ দূর করবেন কিভাবে?
- ওমেন্সকর্নার ডেস্ক
- জুলাই ১৭, ২০১৮
সাদা কাপড়ে তেল বা ঝোলের দাগ পড়লে তা শুষে নেওয়ার জন্য ট্যালকম পাউডার উত্তম। প্রথমে কাপড়ের দাগের উপর একটু বেশি করে ট্যালকম পাউডার দিয়ে দিন। শুকনো অবস্থায় ব্রাশ দিয়ে ঘষে নিন। ঘষলে হালকা তেল, ঝোলের দাগ উঠে যাবে। এরপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যদি সরাসরি সাবান পানি দিয়ে কাপড় ধুয়ে ফেলেন তাহলে লাল হয়ে যেতে পারে। জেনে নিন সাদা কাপড় থেকে তরকারির ঝোলের দাগ দূর করার সহজ উপায় -
- চা, কফির দাগ কাপড়ে লাগলে সঙ্গে সঙ্গেই পানি দিয়ে ধুয়ে ফেললে দাগ চলে যাবে। অথবা একটু তরল দুধ দিয়ে দাগের স্থানে ব্রাশ দিয়ে ঘষে নিন। এবার ধুয়ে ফেললে দাগ উঠে যাবে। অনেক সময় কাপড়ে চা-কফির অনেক পুরোনো দাগ পড়ে যায়। এ ক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইড দাগের স্থানে দিয়ে কিছুক্ষণ পর সাবান পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিলে দাগ চলে যাবে।
- কাপড়ের যে স্থানে হলুদ কিংবা মসলার দাগ লাগবে সে স্থানে লেবুর রস দিয়ে ঘষে নিয়ে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর কড়া রোদে শুকিয়ে নিন।
তথ্য : গুগল