হাইলাইটার কি? হাইলাইটারের ব্যবহারবিধি জানেন তো?

  • ওমেন্সকর্নার ডেস্ক
  • আগস্ট ২৫, ২০১৮

হাইলাইটার নিয়ে যত কথাঃ মেক-আপের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে হাইলাইটার। খুব সুন্দর করে সাজুগুজু করার পর সঠিক ভাবে হাইলাইটার দিতে না পারলে বা ভুল জায়গায় হাইলাইট করার মাধ্যমে সুন্দর দেখানোর পরিবর্তে সবার কাছে হাসির পাত্র হয়ে উঠতে পারেন আপনি। আবার ত্বকের ধরন এবং স্কিন টোন বুঝেও কেনা চাই হাইলাইটার। তাই হাইলাইটার কেনা এবং ব্যবহারের ক্ষেত্রে চাই কিছু সতর্কতা। আজকে আপনাদের জন্য হাইলাইটার দেয়ার জায়গা, নিয়ম এবং কোন ত্বকে কেমন হাইলাইটার ব্যবহার করবেন সে সম্পর্কে লেখা হলো।

কোথায় হাইলাইট করবেনঃ হাইলাইটার ব্যবহারের প্রধান নিয়মই হচ্ছে এটি মুখের এমন সব জায়গায় অ্যাপলাই করা যেসব জায়গায় লাইট সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। এতে করে ঐসব জায়গা হাইলাইট করার মাধ্যমে চেহারায় উজ্বল ভাব আসে।

যেসব জায়গায় হাইলাইট করবেন সেগুলো হচ্ছেঃ

- চিক বোন বা গালের উঁচু হাড়ে

- ভ্রু এর একটু উপরে, ভ্রু এর নীচের হাড় বা ব্রো বোন-এ এবং চোখের ভেতরের কোনায়

- কপালের মাঝখানে

- উপরের ঠোঁটের খাঁজ কাটা অংশে

- ঠোঁটের নীচের অংশে

আর/এস 

Leave a Comment