সানগ্লাস কি প্রয়োজন, নাকি শুধুই ফ্যাশন?
- ওমেন্সকর্নার ডেস্ক
- সেপ্টেম্বর ৪, ২০১৮
গরমে সুর্যের তাপ, ধূলোবালি থেকে যতই দূরে থাকতে চান না কেন, ঘুরে-ফিরে আপনার কাছে আসবেই। ত্বকে সানস্ক্রিন বা লোশন লাগিয়ে রক্ষা পেলেও চোখের নিরাপত্তার জন্য সানগ্লাসের কোনই বিকল্প নেই। রোদে বের হওয়ার ফলে চোখ জ্বলে একদম লাল হয়ে যায়। বিভিন্ন রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণের ফলেও চোখ লাল হয়ে যায়। কড়া আলোর উপস্থিতি চোখের জন্য ক্ষতিকর। আবার প্রচন্ড রোদের মধ্যে সূর্যের দিকে তাকালে চোখে নানা ধরনের অসুখের সৃষ্টি করে। এসব সমস্যা থেকে খুব সহজে রেহাই পাওয়ার একমাত্র উপায় হলো সানগ্লাস ব্যবহার করা। সানগ্লাস চোখের পোশাকের পাশাপাশি চোখের পাহারাদার হিসেবে কাজ করে। কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি যা আমাদের চোখের কর্ণিয়া এবং রেটিনার ক্ষতি করতে পারে। এ ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে সানগ্লাস আমাদের চোখে পৌঁছতে দেয় না এবং প্রতিহত করে। বেলা ১১ থেকে বিকাল ৪টা পর্যন্ত সূর্যের আলোর তীব্রতা বেশি থাকে, তাই এ সময় অবশ্যই সানগ্লাস ব্যবহার করা উচিত।
কেমন সানগ্লাস প্রয়োজন?
- যেকোন ফ্যাশনের সানগ্লাস না কিনে আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন আপনাকে মানাচ্ছে কি না।
- গোলগাল চেহারা হলে অবশ্যই সানগ্লাসের গ্লাসটা যেন একটু লম্বাটে ধরনের হয় সেদিকে খেয়াল রাখবেন।
- একটু লম্বাটে চেহারা হলে ডাম্বেল বা মুগুরাকৃতির সানগ্লাসে বেশ ভালো মানাবে।
- কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন, চোখের কোন ঢেকে যায় এমন সানগ্লাসই কিনবেন। শেড গ্লাসের এখন খুব চাহিদা। সেই কথা বিবেচনা করে সলিড কালারের চেয়ে শেড গস্নাস ব্যবহার করতে পারেন। সাধারণত ড্রেসের কালার আর নিজের পছন্দের কথা মাথায় রেখে ব্যবহার করতে পারেন এই শেড গ্লাসগুলো।
লক্ষ রাখবেনঃ
- চিকিৎসকের মতে, বাদামি রং এবং বাদামি শেডের সানগ্লাস চোখের জন্য ভালো, আরাম পাওয়া যায়।
- সানগ্লাসে নীল রংটা এড়িয়ে চলুন।
- রোদে সানগ্লাস পরে বাড়ি ফিরে চোখে পানির ঝাপটা দিন।
- খালি চোখে বা সানগ্লাস পরে সরাসরি সূর্যের দিকে তাকাবেন নI
সূত্র : গুগল