কর্মক্ষেত্রে আপনার পোশাক কেমন হওয়া উচিত !
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২২, ২০১৭
বর্তমান সময়ে আপনাকে শুধু কঠোর পরিশ্রমী হলেই হবে না, পাশাপাশি পোশাকেও সচেতন হতে হবে। নিজের রুচিবোধ প্রদর্শন করতে এবং সহকর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সুদৃষ্টি পেতে কিছু নিয়ম মেনে পোশাক পছন্দ করা উচিৎ। অফিসের জন্য কীভাবে নিজেকে তৈরি করবেন তার কিছু টিপস দেয়া হলো।
আরো পড়ুনঃ হলুদে সাড়ে বিভিন্ন রোগ! জানুন হলুদের গুণাগুন
- শার্ট বা কোটের বোতাম খোলা রেখে কখনোই উচ্চপদস্থ কর্মকর্তার সামনে যাওয়া যাবে না।
- আপনার মর্নিং ওয়ার্কের জুতা পরে অফিসে যাবেন না কখনোই।
- অফিসে যেসব পোশাক পরবেন খেয়াল রাখবেন সেসব যেন মাপমতো হয়। নিজের চেয়ে ছোট বা বড় পোশাক পরবেন না কখনোই।
- অফিসের জন্য সবচেয়ে সাধারণ, জনপ্রিয় এবং চলতি রংয়ের পোশাকে বেছে নিন।
- ‘ক্লাসিক’ পোশাক পছন্দ করুন কারণ এগুলো বিভিন্ন উপলক্ষ্যে পরিধান করা যায় এবং দামেও সাশ্রয়ি।
- নিজের ব্যক্তিত্ব আলাদাভাবে ফুটিয়ে তোলার জন্য ঘড়ি, টাই, জুতা, ব্যাগ, গয়না ইত্যাদি বেছে নিতে পারেন।
- সব ঋতুতেই মানানসই এমন পোশাকেই কর্মক্ষেত্রের স্টাইলের জন্য বেছে নিতে পারবেন।
ছবি সংগ্রহ : গুগল