প্রাকৃতিক রঙের যত্নে করণীয়
- ওমেন্সকর্নার ডেস্ক:
- মার্চ ৪, ২০১৯
ফ্যাশনে প্রাকৃতিক রং দিয়ে টাই–ডাই করে কাপড় রাঙানো পুরোনো পদ্ধতি হলেও নিত্যনতুন রূপ নিয়ে হাজির হচ্ছে বারবার। সুতি, খাদি, সিল্ক, হাফসিল্ক, লিনেন, তসর, মসলিন, এন্ডি কটনসহ নানা ধরনের কাপড় রঙানো হচ্ছে প্রাকৃতিক রঙে। টাই–ডাইয়ে কাপড় বাঁধার ভিন্ন ভিন্ন কৌশলের কারণেই নকশায় আসে ভিন্নতা। প্রাকৃতিক রঙের প্রধান উপাদান তুঁত, গাঁদা ফুল, খয়ের, হরীতকী, শিউলি ফুল, নীল, পেঁয়াজের খোসা ইত্যাদি।
ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, টাইডাই করা শাড়ি, সালোয়ার–কামিজ, ওড়না, স্কার্ট, ফতুয়া, স্কার্ফ, শার্ট, পাঞ্জাবি আরামদায়ক ও ফ্যাশনেবল। বিশেষ করে গরমে সুতির প্রাকৃতিক রঙের পোশাক বেশ আরামদায়ক। এ ছাড়া জিনস, লেগিংস বা জেগিংসের সঙ্গে খুব সহজেই পরতে পারেন টাই–ডাই করা ফতুয়া বা টপ। সঙ্গে থাকতে পারে টাই–ডাইয়ের স্কার্ফ বা ওড়না। একরঙা টপসের সঙ্গে ডাই করা স্কার্টও মানানসই। টাই–ডাই করা কাপড়েরে বিশেষ যত্ন প্রয়োজন হয়।
যত্ন নেবেন যেভাবে:
- টাই–ডাই করা কাপড় অন্য কাপড়ের সঙ্গে ধোয়া যাবে না।
- কাপড় ধোয়ার আগে কাপড়ের এক কোনা পরীক্ষা করে নিন রং ওঠে কি না। যদি ওঠে, তবে পানিতে ডিটারজেন্ট দিয়ে সামান্য লবণ মিশিয়ে কাপড় পরিষ্কার করুন।
- চাদর বা কুশন ধোয়ার আগে এর গায়ের লেবেলটি ভালোভাবে পড়ে নিন।
- কাপড় ধোয়ার পরে রঙিন কাপড় ভিনেগার মেশানো পানিতে চুবিয়ে হালকা চিপে রোদে দিন। উজ্জ্বলতা ঠিক থাকবে।
- প্রাকৃতিক রং করা কাপড় ড্রাই ওয়াশে দেওয়া যাবে না।এতে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।
- সিল্কের টাই–ডাই কাপড় শ্যাম্পু দিয়ে হালকাভাবে পরিষ্কার করতে হবে। এতে কাপড় অনেক নরম থাকে।
- কোনোভাবেই ঘন ঘন ধোয়া যাবে না টাইডাই করা পোশাক।
- রোদে কাপড় উল্টিয়ে দিয়ে শুকাতে হবে। এতে রং দীর্ঘদিন ভালো থাকবে।
- এই ধরনের কাপড় নিজ হাতে বাড়িতে ধোয়াই ভালো।
-অতিরিক্ত শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রেখে কাপড় পরিষ্কার করবেন না। এতে কাপড় শক্ত ও রং নষ্ট হয়ে যাবে।
টি/আ