কেমন হবে আপনার নাকফুল !
- ওমেন্সকর্নার ডেস্ক
- অক্টোবর ২৪, ২০১৭
নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলতে সেই আদিকাল থেকে শুরু করে বর্তমান যুগের আধুনিক মেয়েরাও অলংকার ব্যবহার করে। সময়ের সাথে সাথে ফ্যাশনে অনেক পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে অলংকারের ডিজাইনেও। মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে অলংকারের ভূমিকা আজও সমান গুরুত্বপূর্ণ। নাকফুল অলংকারের একটা বিশেষ জায়গা দখল করে আছে। চলুন জেনে নেই কোন নাকে কেমন নাকফুল পরতে হবে।
- লম্বা বা খাড়া নাকে বড় পাথর বা সাত পাথরের নাকফুল ভাল লাগবে।
- লম্বা বা খাড়া নাকে ছোট এক পাথরের নাকফুল অথবা নাকের নথ বা বালি ভাল মানাবে।
- লম্বা বা খাড়া নাকে, খাঁজের একটু ওপরের দিকে ফুটো করলে দেখতে ভাল লাগবে।
- খাটো বা চাপা নাকে খাঁজের একটু উপরে ফুটো করা উচিত।
- আগে বাম দিকে ফুটো করার প্রচলন থাকরেও ইদানিং ডান-বাম দুদিকেই নাক ফুটো করা হয় ।
- চেহারা, ব্যক্তিত্ব এবং নাকের সঙ্গে মিলিয়ে বেছে নিন সঠিক নাকফুল