ঘরোয়া উপায়ে মাসকারা তৈরি পদ্ধতি জানুন
- ওমেন্সকর্নার ডেস্ক
- মে ২৮, ২০২০
বাজারের কেনা মাসকারায় অনেক কেমিক্যাল থাকে। তাই ঘরে মাসকারা তৈরী করে নেওয়া নিরাপদ। ঘরে বসে মাসকারা তৈরির পদ্ধতি জেনে নিন :
উপকরণ :
- ১ চা চামচ নারকেল তেল
- ১ চা চামচ শিয়া বাটার
- দেড় চা চামচ বি ওয়্যাক্স বা মৌমাছির চাকের মোম
- ৪ চা চামচ অ্যালোভেরা জেল
- ১ বা ২টি অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুল
বানানোর পদ্ধতি : প্রথমে একটি ছোট সসপ্যানে নারকেল তেল, শিয়া বাটার, বি ওয়্যাক্স, অ্যালোভেরা জেল এক সঙ্গে মিশিয়ে ভাল করে গরম করে নিন। এ বার সসপ্যানটি তাওয়া থেকে নামিয়ে নিয়ে অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুলগুলি মিশিয়ে নিন। এ বার মিশ্রণটিকে একটি প্লাস্টিক ব্যাগে ভরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হলে মিশ্রণটি প্লাস্টিক ব্যাগের এক কোণে এনে, মেহেন্দির কোণের মতো মুখটা কেটে মিশ্রণটি একটা খালি মাসকারা টিউবে ভরে ফেলুন। এর পরে টিউবের মুখটা ভাল করে আটকে নাড়িয়ে নিন। প্রস্তুত আপনার ঘরে তৈরি মাসকারা।