নেলপালিশ দীর্ঘদিন স্থায়ী করতে চান?
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ১১, ২০২১
নেলপালিশ পরার কিছু নিয়ম রয়েছে। সেগুলো মেনে নেলপালিশ পড়লে দীর্ঘস্থায়ী হতে পারে আপনার নেলপালিশ। জেনে নিন সেগুলো কি, তাহলে আপনার নখে নেলপালিশ হবে দীর্ঘস্থায়ী...
১. নখ পরিষ্কার করে তবে নতুন নেলপালিশ পড়ুন। সময়ের অভাবে পুরনো নেলপালিশের উপরে নতুন নেলপালিশ লাগাবেন না তাতে নেলপালিশ বেশিদিন টেকে না।
আরো পড়ুনঃ আয়ুর্বেদিক উপাদান হিসেবে নিম পাতার ব্যবহার
২. নেলপালিশ পরার আগে নেলপালিশের শিশিকে ভালো করে ঝাঁকিয়ে নিন। তাতে নেলপালিশ ভালো করে মিশে যায় এবং নখে পড়লে রঙও ভালো হয়। টেকেও বেশি দিন।
৩. রঙিন নেলপালিশ পড়বার আগে নখে ট্রান্সপারেন্ট নেইলপলিশ লাগিয়ে নিন। তার উপরে রঙিন নেইলপলিশ লাগান। তাতে নেলপালিশ বেশিদিন টিকবে।
৪. নখে এক কোট নেলপালিশ লাগালে তা বেশিদিন টেকে না। তাই দুই থেকে তিন কোট নেইলপালিশ লাগান কিন্তু একটি কোট না শুকাতেই আরেকটা কোট দেবেন না। তাতে নেলপালিশ ঘেঁটে যাবে।
আরো পড়ুনঃ কপার-টি ব্যবহার করলে পরবর্তী সময়ে জরায়ু ক্যান্সার হতে পারে?
এক কোট শুকিয়ে গেলে তার ওপর আরেকটি কোট লাগান। এতে নেলপালিশ দীর্ঘস্থায়ী হবে।