শাড়ির সঙ্গে শীত পোশাকে স্টাইল করবেন যেভাবে
- ওমেন্স কর্নার ডেস্ক
- জানুয়ারি ১৪, ২০২২
শীত আসতেই উৎসব-অনুষ্ঠান বেড়ে যায়। আর বিভিন্ন অনুষ্ঠানে নারীরা গায়ে জড়িয়ে নেয়ার শাড়ি। তবে শীতে শাড়ি পরা বেশ মুশকিল হয়ে ওঠে।
কারণ শাড়ির সঙ্গে চাদর, সোয়েটার নাকি ওভারকোট কোনটি পড়লে মানানসই দেখাবে তা নিয়ে চিন্তিত থাকেন কমবেশি সব নারীই।
আপনি যদি একজন শাড়ি প্রেমী নারী হন তাহলে কয়েকটি উপায় এসিতেও শাড়ির সঙ্গে জড়িত শীতপোশাকে স্টাইল করতে পারেন।
আরো পড়ুনঃ ব্ল্যাকহেডস দূর করার সহজ ঘরোয়া উপায়
যা দেখে অন্যরা তো বটে আপনি মুগ্ধ হবেন মুহূর্তেই।
যা দেখে অন্যরা তো বটেই আপনি মুগ্ধ হবেন মুহুর্তেই। জেনে নিন কীভাবে শাড়ির সঙ্গে শীতপোশাকে স্টাইল করবেন।
- শীতের শাড়ির সঙ্গে এমন একটা দারুণ শাল জড়িয়ে নিলে আর কিছু লাগবে না। এক্ষেত্রে কোমরের কাছে একটি প্রান্ত গুঁজে অন্যভাগটি কাঁধের ওপর দিয়ে ফেলে রাখুন।
শাল নেওয়া হবে সঙ্গে স্টাইল ও। খুব শীত করে ব্লাউজ হিসেবে সোয়েটার পড়ে তার ওপর দিয়ে শাল নিন।
- শাড়ির সঙ্গে চলতে পারে এথনক কোটও। এজন্য সাদা কালো কোট করতে পারেন শাড়ির সঙ্গে। এ ধরনের শ্রাগও পড়তে পারেন শাড়ির সঙ্গে।
- শীতে ব্লাউজ এর বিকল্প হতে পারে হাইনেক স্কিভি। শাড়ির সঙ্গে ব্লাউজই যে পড়তে হবে তা কিন্তু নয়। চাইলে অল্প শীতে শাড়ি পরুন নিটেড টপ দিয়ে। হাইনেক, ফুল স্লিভ এই ধরনের টপ শীতে আরাম দেবে সাথে স্টাইলও হবে।
আরো পড়ুনঃ যে ৩ উপাদান ব্যবহারে চুল দ্রুত লম্বা হবে
এজন্য ম্যাচিং টপই যে পড়তে হবে তার কোনো মানে নেই। কনস্ট্রাই কিংবা একেবারে অন্য রংয়ের ও পরতে পারেন। তবে তা যেন ঢিলেঢালা না হয়।
- এ ছাড়াও পড়তে পারেন ক্রপড সোয়েটার ও এর সুবিধা হলো এটি দেখতে অনেকটা উলেন ব্লাউজের মতো লাগবে। যদি একটু পুরনো হয়ে যাওয়া টাইট কোনো সোয়েটার থাকে, তাহলে সেটি ও পরে ফেলুন শাড়ির সঙ্গে।