ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • ফেব্রুয়ারি ১৩, ২০২২

ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করতে সহায়ক মুলতানি মাটি। আসুন জেনে নেই মুলতানি মাটির কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে...

১. মুলতানি মাটি ও নিমঃ ২ টেবিল চামচ মুলতানি মাটির সাথে ১ টেবিল চামচ নিমের গুঁড়ো মিশিয়ে নিন। প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট ত্বকে লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ কোলেস্টেরল বেড়েছে কি না বুঝে নিন চোখ দেখেই

২. হলুদ, মধু ও মুলতানি মাটিঃ ২ টেবিল চামচ মুলতানি মাটির সাথে ১ টেবিল চামচ হলুদ গুঁড়া ও ২ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩. দই ও মুলতানি মাটিঃ সমপরিমাণ টকদই ও মুলতানি মাটি মেশান। ১ চা চামচ লেবুর রস দিন মিশ্রণে। তবে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হলে লেবুর রস ব্যবহার করবেন না। ফেসপ্যাকটি ত্বকে ২৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment