ভেঙে যাওয়া চুল থেকে মুক্তির সেরা উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ১৩, ২০২২
সাধারণত অতিরিক্ত শুষ্ক চুল ভেঙে যায় দ্রুত। চুলের ভেঙে যাওয়া রোধ করতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয়। আসুন জেনে নেওয়া যাক...
১. চুলে তেল দেওয়া: চুলের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে তেল। নিয়মিত তেল দিলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। সপ্তাহে অন্তত দুই দিন তেল ম্যাসেজ করুন চুলে। চুল ভেঙে যাওয়া রোধ করার পাশাপাশি চুল ঝলমলে ও মসৃন করতেও জুড়ি নেই তেলের।
আরো পড়ুনঃ সন্তানকে ১০ বছর বয়সের আগেই শেখান এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো
২. বেঁধে রাখুন চুল: চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে রাখুন। বিশেষ করে বাইরে বের হওয়ার সময় অবশ্যই চুল বেঁধে বের হবেন। কারণ ঘষা লেগে বা দূষণে চুল দ্রুত ভেঙে যেতে পারে। বেঁধে রাখলে চুল সহজে ভেঙে যাবে না।
৩. চুল ঢেকে বাইরে যাবেন: বাইরে বের হওয়ার সময় স্কার্ফ দিয়ে চুলগুলো ঢেকে বের হওয়া জরুরী। রোদ ও ধুলোবালিতে চুল ভেঙে যায় খুব বেশি।
৪. হেয়ার প্যাক ব্যবহার করুন: প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন। অ্যালোভেরা জেল, মেথি, টকদই, কলা, পাকা পেঁপে কিংবা ডিমের প্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত একদিন চেষ্টা করুন এসব প্যাকের যেকোনো একটি ব্যবহার করতে।
আরো কিছু টিপস:
- গোসলের পর তোয়ালে দিয়ে জোরে জোরে চুল ঝাড়বেন না। এতে চুল ভেঙে যায় ও আগা ফেটে যায়।
- চুল খুব জোরে ঘষে ঘষে মোছা উচিত নয়।
আরো পড়ুনঃ গোলাপ সন্দেশ তৈরির রেসিপি
- চুল স্ট্রেইট করা, হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহার কিংবা চুল রং করার কারণেও চুল ভেঙে যায় ও প্রাণ হারিয়ে ফেলে।
- ভেজা চুল আঁচড়াবেন না।