চুল পড়া থেকে মুক্তি মিলবে এই ২ প্যাকেই
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ১৩, ২০২২
চুলে পুষ্টি জোগাতে হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে চুল হবে মজবুত ও ঝলমলে। আসুন জেনে নেই দুইটি হেয়ার প্যাক সম্পর্কে...
১। কলা ও ডিমের প্যাক: মাথার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল ও ময়লা দূর করতে সাহায্য করে এ প্যাক। কলায় থাকা পটাশিয়াম চুলের বৃদ্ধি দ্রুত করে। ডিমে থাকা প্রোটিন চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। জেনে নিন কিভাবে বানাবেন প্যাক...
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় যেসব খাবার খেলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে
- প্রথমে একটি কলা ভালো করে চটকে নিন।
- ডিমের সাদা অংশ মেশান।
- মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন।
- শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ১ ঘন্টা।
- ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
২. মেথির প্যাক: চুল ঝলমলে করতে এই প্যাক এর জুড়ি নেই। মেথিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল মজবুত করে ও চুল পড়া কমায়। জেনে নিন কিভাবে বানাবেন মেথির প্যাক।
- মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে।
- পরদিন বেটে চুলে লাগান।
আরো পড়ুনঃ বাচ্চা ঘুমাতে চায় না, জেনে নিন ঘুম পাড়ানোর সহজ উপায়
- ১ ঘন্টা অপেক্ষা করুন।
- ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।