চুল সিল্কি করবে পাকা পেঁপের প্যাক
- ওমেন্স কর্নার ডেস্ক
- ফেব্রুয়ারি ২০, ২০২২
চুল ভেঙে যাওয়া, খুশকি, আগা ফেটে যাওয়াসহ চুলের নানা সমস্যার সমাধান করে পাকা পেঁপে। আসুন জেনে নিন কিভাবে বানাবেন হেয়ার প্যাক...
পাকা পেঁপে, অলিভ অয়েল, কলা ও মধু: ১টি পাকা কলা ও ১ টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল-চামচ পাকা পেঁপে ও ১ চা চামচ মধু। মিশ্রণটি চুলে ২০ মিনিট লাগিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ সন্তানকে ১০ বছর বয়সের আগেই শেখান এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো
পাকা পেঁপে, নিম ও নারকেলের তেল: খুশকি দূর করতে সাহায্য করবে এই প্যাক। ২ টেবিল চামচ পাকা পেঁপের সঙ্গে ২ চা চামচ নিমের গুঁড়া ও ১ টেবিল-চামচ নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
পাকা পেঁপে ও টকদই: পাকা পেঁপের রস করে নিন। ২ টেবিল চামচ পেঁপে রসের সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ করে আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।