মেথির তেল বানানোর সহজ ঘরোয়া উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ১, ২০২২

মেথিতে প্রোটিনসহ এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা চুল পড়া কমানোর পাশাপাশি তুলে নিয়ে আসা ঝলমলে ভাব। অকালে চুল পাকা রোধ করতেও সক্ষম এই তেল।

এ তেল ব্যবহার করলে বন্ধ হবে চুল পড়া, সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করতে হবে। বাড়িতেই কেমিক্যালমুক্ত উপায় বানিয়ে ফেলতে পারেন এই তেল। আসুন জেনে নেয়া যাক কীভাবে বানাবেন ...

আধা কাপ মেথি সামান্য টেলে গুঁড়া করে নিন। মিহি গুঁড়া করবেন। মেথি গুঁড়ার সাথে আধা কাপ নারকেল তেল ও আধা কাপ ক্যাস্টর অয়েল মেশান। চুলায় একটি পাত্রে পানি গরম করুন।

আরো পড়ুনঃ পিতা-মাতার উচিত শিশুকে এই পাঁচটি অভ্যাস শেখানো

পানি ফুটে ওঠার আগে মেথি গুঁড়াসহ তেলের বাটি বসিয়ে দিন পানিতে। অনবরত নাড়তে থাকুন ছোট চামচ দিয়ে। ১০ থেকে ১৫ মিনিট এভাবে নেড়ে নামিয়ে ছেঁকে নিন। কাচের বয়ামে সংরক্ষণ করুন উপকারী মেথি তেল।

রাতে ঘুমানোর আগে এই তেল ম্যাসাজ করুন চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। পরদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment