ভ্রু ঘন করবেন যেভাবে
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ৬, ২০২২
এক জোড়া ঘন ভ্রু চোখ ও চেহারায় সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে। প্রাকৃতিকভাবে ঘন ও কালো ভ্রু পেতে চাইলে ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন। আসুন জেনে নেই...
তেল ম্যাসাজ করুনঃ প্রতিদিন তেল ম্যাসাজ করুন ভ্রু'তে। অলিভ অয়েল, নারকেল তেল ও আমন্ড অয়েল ম্যাসাজ করলে বাড়বে ভ্রু'র বৃদ্ধি।
ঘন ঘন প্লাক করবেন নাঃ মোটা ভ্রু চাইলে পুরোপুরি বেড়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। অন্তত ১২ সপ্তাহ অপেক্ষা করে তারপর প্লাক করুন ভ্রু।
আরো পড়ুনঃ সম্পর্ক ভেঙে যেতে পারে যে ৫ কারণে
ডিমের সাদা অংশ ব্যবহার করুনঃ ডিমে থাকা প্রোটিন ভ্রু'র বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। ডিমের সাদা অংশ ফেটিয়ে ভ্রু'তে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।