ঘরে সহজেই বানান কোরিয়ান স্ক্রাব
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ৭, ২০২২
অনলাইনে নামি-দামি ব্রান্ডের বিউটি প্রোডাক্ট দেখে হা-হুতাশ করেন অনেকেই। তারা এবার নিজেরাই ঘরে বানিয়ে ফেলতে পারেন কোরিয়ান ফেইস স্ক্রাব। ঘরের প্রয়োজনীয় জিনিস দিয়েই তৈরি করা যাবে এই স্ক্রাব।
যা যা লাগবেঃ
- এক চা চামচ ব্রাউন সুগার,
- এক চা চামচ পছন্দের এসেনসিয়াল অয়েল,
- এক চা চামচ কফির গুঁড়া,
- আধা চা চামচ সৈন্ধব হিমালয়ান লবণ (পিংক সল্ট),
- এক চা চামচ চালের গুঁড়া।
আরো পড়ুনঃ রক্তশূন্যতা কমাতে ডায়েট চার্টে রাখবেন যেসব ফল
প্রস্তুত প্রণালীঃ সবগুলো উপকরণ একসাথে মেশালেই তৈরি হয়ে যাবে স্ক্রাব। প্রথম কিছুদিন নিয়মিত ব্যবহার করলে পরিবর্তনটা নিজেই টের পাবেন। এরমধ্যে এসেন্সিয়াল অয়েল ও সৈন্ধব লবণের খোঁজে বাজারে যেতে হতে পারে। তবে যে কোন বাজারে পাওয়া যাবে।