ভেজা চুলে কখনোই করবেন না যে কাজ
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ৭, ২০২২
চুলের ঠিকঠাক যত্ন নেওয়ার পরেও আগা ফেটে যাওয়া বাজারে যাওয়ার সমস্যা প্রায় সবারই দেখা যায়। হয়তো চুল ভেজা থাকা অবস্থায় আপনার কিছু ভুলের কারণেই এমনটা হচ্ছে। আসুন জেনে নেয়া যাক সেসব কারণ সম্পর্কে...
- ভেজা অবস্থায় তোয়ালে দিয়ে আঘাত করে চুল ঝারবেন না। চুল জোরে জোরে মোছাও ঠিক না। এটা চুল ফেটে যায়। তোয়ালে দিয়ে আলতো করে চেপে মুছে নিন ভেজা চুল।
আরো পড়ুনঃ উপস্থিত বুদ্ধি নিয়ে বিখ্যাত ব্যক্তিদের মজার কিছু ঘটনা।
- ভেজা চুল কখনো আঁচড়াবেন না। চুল শুকিয়ে গেলে তারপর আঁচড়ান। ভেজাচোখ যদি আঁচড়াতেই হয় তবে মোটা খেলে চিরুনি দিয়ে খুব ধীরে ধীরে আঁচড়াবেন।
- ভেজা চুল তাপ বেশি টানে। তাই ভেজা অবস্থায় হেয়ার স্টেনার ব্যবহার করবেন না। এমনকি হেয়ার ড্রায়ারও ব্যবহার করা ঠিক না।
- ভেজা চুল বেঁধে রাখবেন না, এতে চুল ক্ষতিগ্রস্ত হয়। হেয়ার স্টাইলিংয়ের জন্য ভেজা চুলে কোন ধরনের স্প্রে ব্যবহার করবেন না।