কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম জানুন
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ১৩, ২০২২
সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার ভীষন জরুরী। তবে কন্ডিশনার ব্যবহারের রয়েছে কিছু নিয়ম। এগুলো না মেনে ব্যবহার করলে উপকার নাও পেতে পারেন। জেনে নিন কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়ম...
আরো পড়ুনঃ কড়াই মাংস
- শ্যাম্পু শেষে চুলের অতিরিক্ত পানি হাত দিয়ে নিচে ফেলে দিন। চাইলে তোয়ালে দিয়েও বাড়তি পানি দূর করতে পারেন।
- হাতে খানিকটা কন্ডিশনার নিয়ে দুই হাতের তালুতে ছড়িয়ে তারপর চুলে লাগান। চুলের গোড়ায় লাগাবেন না কন্ডিশনার।
- আঙ্গুল দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আঁচড়ে নিন। মোটা দাঁতের চিরুনি দিয়ে আচড়াতে পারেন। এতে কন্ডিশনার ঠিকমতো পৌছাবে সম্পূর্ণ চুলে।
- ২-৩ মিনিট অপেক্ষা করুন। খানিকটা সময় নিয়ে চুল ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ সালমা বিনতে শামছের বই `নীল পাখির চিলেকোঠা
কন্ডিশনার নিয়ে কিছু ভুল ধারনা:
- অনেকে মনে করেন কন্ডিশনার চুল তেলতেলে করে ফেলে। এটা একেবারেই ভুল। কন্ডিশনার চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে।
- কন্ডিশনার চুলের গোড়াতে লাগান অনেকে। এটি ঠিক নয়। সম্পূর্ণ চুলে লাগাতে হবে কন্ডিশনার। বড় চুলের গোড়ায় না লাগানোই ভালো।
আরো পড়ুনঃ এই অভ্যাসগুলো দ্রুত বয়স বাড়িয়ে দিচ্ছে আপনার
- অনেকে ভাবেন কন্ডিশনার চুল পড়া বন্ধ করে। এটিও ভুল ধারণা। চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে কন্ডিশনার।