ঝলমলে চুল পাবেন চায়ের লিকার ব্যবহারে
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২০, ২০২২
শ্যাম্পু শেষে চুল ভালো করে ধুয়ে নিন পানি দিয়ে। একদম শেষে চায়ের লিকার দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার আগে লিকারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেবেন।
ব্ল্যাক টি কিংবা গ্রিন টি-এর লিকার ব্যবহার করতে পারেন চুল ধোয়ার জন্য। সিম্পল এই টেকনিক আপনার চুলকে উপকৃত করবে অনেকভাবে।
আরো পড়ুনঃ নিজেই তৈরি করুন বেবি পাউডার
চলুন জেনে নেওয়া যাক চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিলে যেসব উপকার পাবেন...
- চুলে চমৎকার রঙিন আভা নিয়ে আসে।
- শুষ্ক চুলে প্রাণ ফেরায়।
- চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
আরো পড়ুনঃ সন্তান জন্মের পর মায়েদের কি খাওয়া উচিত জানুন
- চুল করে সিল্কি ও নরম।
- চুল পড়া কমায়।
- চুলের গোড়ায় পুষ্টি যোগায় ফলে চুল দ্রুত বাড়ে।