ত্বকের তৈলাক্ততা দূর হবে মাত্র এক উপকরণে
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২৫, ২০২২
তৈলাক্ত ত্বক সহজেই মলিন হয়ে পড়ে। আর এই ধরনের ত্বকে ময়লা আটকে গিয়ে ব্রণ বেশি হয়। তবে ঘরোয়া উপাদানে ত্বকের তৈলাক্ততা কমাতে পারবেন আর এজন্য লাগবে ওটস। আসুন জেনে নেই...
আরো পড়ুনঃ বিকেলের নাস্তায় মিনিটেই তৈরি করুন চিলি পটেটো
উপকরণঃ
- ওটস।
প্রস্তুত প্রণালীঃ
- দুই টেবিল চামচ ওটসকে ভালো করে গুঁড়ো করে নিন।
- এরমধ্যে একটি থেঁতলানো টমেটো এবং দুই চা চামচ গোলাপ জল মেশান।
- মিশ্রণটি মুখ ও ঘাড়ে মাখুন।
আরো পড়ুনঃ ব্যথা ছাড়া হাই হিল পরার পরামর্শ
- ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তবে মিশ্রণটি ব্যবহারে ত্বকে কোনো ধরনের র্যাশ বা সমস্যা দেখা দিলে ব্যবহার করা থেকে বিরত থাকুন।