ঘরে সহজেই বানান চারকোল মাস্ক
- ওমেন্স কর্নার ডেস্ক
- মার্চ ২৬, ২০২২
অ্যাকটিভেটেড চারকোলের সাথে প্রাকৃতিক কিছু উপাদান মিশিয়ে সহজেই আপনি নিজেই বানিয়ে ফেলতে পারবেন চারকোল মাস্ক।
এটি ব্যবহারে ত্বক পরিষ্কার হবে দ্রুত। ত্বকে থাকা ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়াও দূর হবে।
আরো পড়ুনঃ গ্রীক ও রোমের সভ্যতা
যেভাবে বানাবেন চারকোল মাস্কঃ প্রথমেই একটি ছোট কাচের বাটিতে এক চা চামচ অ্যাকটিভেটেড চারকোল গুঁড়ো নিন। অনলাইন শপে খুব সহজেই কিনতে পাওয়া যায় এটি।
এর সাথে মেশান এক চা চামচ মুলতানি মাটি ও দুই চা চামচ পানি এবং আধা চা চামচ মধু মেশান। সবশেষে এক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল দিন।
ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেলো প্রাকৃতিক চারকোল মাস্ক।
আরো পড়ুনঃ সম্পর্কে ক্ষমা চাওয়া কেন গুরুত্বপূর্ণ ?
মুখে লাগানোর পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।