রূপচর্চায় গোলাপজলের ব্যবহার জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মার্চ ২৮, ২০২২

প্রাকৃতিকভাবে চুল ও ত্বক সুন্দর রাখতে চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এতে থাকা ভিটামিন প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রঙ উজ্জ্বল করে এবং চুল রাখে ঝলমলে।

- ত্বকের অতিরিক্ত তেল তেল ভাব দূর করে গোলাপ জল। তুলা গোলাপ জলে ভিজিয়ে ত্বকে চেপে চেপে লাগান। শুকিয়ে নিন প্রাকৃতিক ভাবে।

- ত্বককে শুষ্ক ও রুক্ষ হওয়ার হাত থেকে বাঁচায় গোলাপজল।

আরো পড়ুনঃ কেন লাল পোশাকে নারীদের অধিক আবেদনময়ী দেখায়?

- ক্লান্ত চোখের যত্নে গোলাপ জলে তুলা ভিজিয়ে চোখের উপর রেখে দিন। চোখের ফোলা ভাবও কমে যাবে।

- সমপরিমাণ গোলাপজল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ব্রণ দূর হবে।

- স্প্রে বোতলে গোলাপ জল নিয়ে দিনে কয়েকবার স্প্রে করুন ত্বকে। বলিরেখা হীন সুন্দর ত্বক পাবেন নিয়মিত ব্যবহারে।

- শ্যাম্পু শেষে গোলাপজল দিয়ে চুল ধুয়ে নিন। চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।

আরো পড়ুনঃ অন্যের কাছ থেকে প্রত্যাশা করা কিভাবে কমাবেন ?

- ত্বকের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে গোলাপজল।

- মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের ভেতর থেকে ময়লা দূর করবে এই প্যাক।

- চুলে গোলাপ জল স্প্রে করে আঁচড়ে নিন। লেপ্টে থাকা চুল হবে ঝলমলে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment