ত্বকের যত্নে বেসন ব্যবহার করবেন কেন? জানুন
- কামরুন নাহার স্মৃতি
- এপ্রিল ১৫, ২০২২
যুগ যুগ ধরে ত্বক ভালো রাখতে বেসন ব্যবহার হয়ে আসছে। এটি যেমন ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে তেমনি ত্বক কোমল ও উজ্জ্বল রাখতেও জুড়ি মেলা ভার।
ক্লিনজার হিসেবে: ক্লিনজার হিসেবে বেসন ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। টক দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টোনার হিসেবে: ত্বকের অতিরিক্ত তেল তেল ভাব দূর করতে বেসন ব্যবহার করতে পারেন। ১ টেবিল চামচ বেসন এর সঙ্গে আধা চা-চামচ হলুদের গুঁড়া ও পরিমাণমতো গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন পুরু করে।
আধাঘন্টা পর ধুয়ে ফেলুন।
আরো পড়ুনঃ কোন সম্পর্ক থেকে কখন বেরিয়ে আসা উচিত?
স্ক্রাবিংয়ের জন্য: ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে বেসনের স্ক্রাব ব্যবহার করতে পারেন।
২ টেবিল চামচ বেসন এর সঙ্গে ১ চা চামচ ওটস গুঁড়া, ২ চা চামচ কর্নফ্লাওয়ার ও প্রয়োজন মত কাঁচা দুধ মিশিয়ে ত্বকে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
বিবর্ণ ত্বকের জন্য: ত্বকে প্রাণ ফেরাতে ১ টেবিল চামচ বেসন এর সঙ্গে ১ চা চামচ দুধের সর ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
শুষ্ক ত্বকের যত্নে: ত্বকের শুষ্কতা দূর করতে বেসনের সঙ্গে পাকা পেঁপে ও মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।