ঝকঝকে ত্বকের জন্য কিছু টিপস
- ওমেন্স কর্নার ডেস্ক
- এপ্রিল ২২, ২০২২
দাগহীন ও টানটান ত্বক পাওয়া যাবে কিছু বিষয় ঘরোয়া উপায়ে। আসুন জেনে নেই...
- ত্বকের সুস্থতায় ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ। বাইরে থেকে ফিরে খুব ভালো করে ত্বক পরিষ্কার করে নিন। রাতে ঘুমানোর আগেও ত্বক পরিষ্কার করবেন।
- গোলাপ জল, গ্রিন টি টোনার হিসেবে ব্যবহার করতে পারেন ত্বকে।
- ত্বক অতিরিক্ত তেলতেলে হলে স্ট্রবেরি চটকে লাগান ত্বকে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
- শুষ্ক ত্বকের যত্নে পাকা কলা চটকে সামান্য মধু মিশিয়ে লাগান ত্বকে।
- প্রচুর পরিমাণে শাকসবজি ও তাজা ফল রাখুন খাদ্যতালিকায়।
আরো পড়ুনঃ জামের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে বিস্তারিত
- সানস্ক্রিন ব্যবহার করবেন বাইরে যাওয়ার আগে।
- টমেটো স্লাইস করে ত্বকে ঘষুন। এটি ত্বকের কালচে দাগ দূর করবে।
- ত্বকে স্টিম নিয়ে ওটমিল ও মধুর প্যাক ঘষে ঘষে লাগান।
- প্রচুর পরিমাণে পানি ও পানি জাতীয় খাবার খাবেন।
- চন্দনের গুঁড়ার প্যাক ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন।
- অ্যালোভেরার জেল লাগাতে পারেন ত্বকে। ত্বক থাকবে সজীব।