ব্রণ ও ত্বকের রোদে পোড়া দাগের সমাধান এক উপকরণেই!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ১৫, ২০২২

 

ব্রণ ও ত্বকের রোদে পোড়া দাগ, ঘাড় ও পিঠের দাগ একনিমিষেই দূর হবে মাত্র এক উপকরণে। আলু শুধু খাবার হিসেবেই নয়, ব্যবহার করা যায় ত্বকেও!

- আলুর খোসা ছাড়িয়ে কুচি করে এর রস বের করে ফ্রিজে রেখে দিন। সেই রসে তুলা ভিজিয়ে চোখের নিচের কালো দাগের ওপর ১০ থেকে ১৫ মিনিট রেখে চোখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।

- ব্রণ ও ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে সেগুলোর ওপর আলুর পেস্ট লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

আরো পড়ুনঃ স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলুন বিস্কুট, সংরক্ষণ পদ্ধতিসহ

- ঘাড় ও পিঠের কালো দাগের ওপর আলুর পেস্ট লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দূর হবে দাগ।

- আলুর খোসা ভেজানো পানি গাছে দিতে পারেন। এছাড়া খোসা জমিয়ে পলিথিনে বেঁধে কয়েকদিন রেখে তারপর টবের মাটিতে পুঁতে দিলে গাছ পাবে প্রাকৃতিক সার।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment