নখ মজবুত ও দীর্ঘস্থায়ী করার উপায়
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ২৩, ২০২২
নখ ভেঙ্গে যাওয়া রোধে কিছু ঘরোয়া উপায় বেছে নিতে পারেন। আসুন জেনে নেই...
- নখ লম্বা করার জন্য কাঁচা রসুনের রস নখে ঘষুন। রসুনে থাকা সেলেনিয়াম নখকে শক্তিশালী ও নখের দৈর্ঘ্য ঠিক রাখতে সহায়তা করে।
আরো পড়ুনঃ বাসায় বয়স্কদের যত্নে কিছু টিপস
- তুলোর বলে লেবুর রস নিয়ে নখে লাগান। লেবুর রস ব্যবহার করলে নখ হয়ে উঠবে আরও শক্ত ও মজবুত।
- একটি পাত্রে নারকেল তেল ও মধুর মিশ্রণ তৈরি করে ১৫ থেকে ২০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। নখ দ্রুত বাড়বে না।