নখে হলদে ছোপ জানুন সমাধান
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ২৭, ২০২২
হাত ও নখের সৌন্দর্য হানি করেন হলদে নখ। খাবার খাওয়া বা নিয়মিত গৃহস্থালি কাজ করার কারণে নখে হলুদ ছোপ পড়তে পারে। জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়ে নখের হলুদ দাগ দূর করবেন।
- হালকা গরম পানিতে লেবুর টুকরো দিয়ে হাত ভিজিয়ে রাখুন কয়েক মিনিট। হলুদ ছোপ দূর হবে।
- বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে নখে লাগান। টুথব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষে নিন। হলুদ ছোপ ওঠার পাশাপাশি নয় এক্সফলিয়েট ও হবে।
আরো পড়ুনঃ ওজন কমাতে শরীরচর্চার ছাড়াও জানুন কিছু বিষয়
- টুথব্রাশ পানিতে ভিজিয়ে জেল টুথপেস্ট লাগান। ২ মিনিট পর নখ ঘষে নিন।
- হাইড্রোজেন পারঅক্সাইড সলিউশন নখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। পুরনো টুথব্রাশে নিয়ে নখ ঘষতে থাকুন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।