চুলের রুক্ষভাব কমাতে যা করবেন
- ওমেন্স কর্নার ডেস্ক
- মে ২৯, ২০২২
ময়েশ্চারাইজার এর অভাবে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। ফলে চুল ভেঙে যাওয়া ও চুল ঝরে পড়া বেড়ে যায়। আগা ফেটে ও বিবর্ণ হয়ে পড়ে চুল। রুক্ষ চুলের ঝলমলে ও সিল্কি ভাব আনতে জেনে নিন ৫ টিপস।
- দই লাগান চুলে। চুল নরম ও মসৃণ হবে। দই ভালো করে ফেটিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
- একটি পাকা কলা চটকে নিন। মধু মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
আরো পড়ুনঃ একতরফা সম্পর্কে আছেন? বুঝবেন যেসব লক্ষণে
- নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগান চুলে। কিছুক্ষণ ম্যাসাজ করে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষতা দূর হবে, পাশাপাশি কমবে চুল পড়ার সমস্যা।
- চুলের রুক্ষতা দূর করতে ডিমের প্যাক লাগান। ডিমের হলুদ অংশ একটি পাত্রে ঢেলে ফেটিয়ে টক দই মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।