কম বয়সেই চুল পেকেছে? ঘরোয়া উপায়ে মিলবে সমাধান
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ২, ২০২২
দূষণ, অনিয়ন্ত্রিত জীবনযাপনসহ নানা কারণে আজকাল সময়ের আগেই চুল পেকে যায় আমাদের। চুল পেকে গেলে ক্যামিকেল মিশ্রিত রং ব্যবহার না করে ঘরোয়া উপায়ে কালো করতে পারেন চুল। জেনে নিন কীভাবে করবেন...
- ১ কাপ আলুর খোসা আর ২ কাপ পানি একসঙ্গে ফুটিয়ে নিন। পানি একদম কমে গেলে নামিয়ে ব্লেন্ড করে নিন। শ্যাম্পুর সঙ্গে এই মিশ্রণটি মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন ১৫ মিনিট। এরপর প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন। বেশ কয়েক দিন এভাবে ব্যবহার করুন। পাকা চুল কালো হয়ে যাবে।
আরো পড়ুনঃ আপনি কি নীরব ঘাতক ডিপ্রেশনে ভুগছেন ?
- মেহেদির পেস্ট এর সঙ্গে চায়ের লিকার মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ৪ ঘন্টা। এরপর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
- স্প্রে বোতলে লেবুর রস নিয়ে স্প্রে করুন চুলে। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।