ত্বক উজ্জ্বল করবে আমলকীর জুস
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ৯, ২০২২
আমলকীকে বলা হয় স্বাস্থ্যের টনিক। আমলকীর জুস স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। সেই সাথে এটি ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে।
- অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এ পানীয় নিয়মিত পান করলে ত্বকের তারুণ্য ধরে রাখতে পারবেন বহুদিন।
- ড্রাই স্কিনের সমস্যা দূর করতে পারে আমলকীর জুস।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় বেশিরভাগ নারীই যে ভুলগুলো করেন
- প্রাকৃতিক ত্বক উজ্জ্বলকারী উপাদান আছে আমলকীতে। এটি ডার্ক স্পটও দূর করে।
- রক্তের দূষিত উপাদান দূর করে আমলকী ল্র জুস। যার ফলে ত্বক থাকে সুস্থ।
- সানবার্নের কারণে ত্বকে যে ক্ষতি হয় তা সারাতে পারে এটি।
- অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে আমলকীতে। নিয়মিত এ জুস পান করলে মুখফোলা রোগও দূর হয়।
- ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় ত্বকে কোলাজেন কোষ বাড়ে। এতে ত্বক আরও কোমল হয়।