লম্বা চুল পছন্দ? বানিয়ে ফেলুন ঘরোয়া প্যাক
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ১৮, ২০২২
ক্যালসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ফলিক অ্যাসিড, অ্যামিনো এসিড ও বেশ কয়েক ধরনের ভিটামিন মেলে অ্যালোভেরা থেকে। চুল লম্বা করতে কার্যকর এটি। জেনে নিন কিভাবে বানাবেন হেয়ার প্যাক...
অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েল: গোড়া মজবুত করে চুল পড়া কমাতে এই প্যাকের জুড়ি নেই। পাশাপাশি সাহায্য করে চুলের দ্রুত বৃদ্ধিতে।
অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল আর মেথি গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভাল করে ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পড়ে নিন। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
আরো পড়ুনঃ সন্তানের ক্যারিয়ার গড়তে অভিভাবক হিসেবে মাথায় রাখুন কিছু বিষয়
অ্যালোভেরা, ডিম ও অলিভ অয়েল: এই প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল ভেঙে যাওয়া বন্ধ হবে।
অ্যালোভেরা জেল, অলিভ অয়েল আর ডিমের কুসুম একসঙ্গে ভালো করে মিশিয়ে ম্যাসাজ করুন চুলে। শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
অ্যালোভেরা, মধু ও নারকেলের তেল: চুলের শুষ্কতা দূর করবে এই প্যাক। অ্যালোভেরা জেল এর সঙ্গে পরিমাণমতো নারকেলের তেল ও মধু মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।