রুক্ষ ও শুষ্ক চুলে প্রাণ ফেরাবে এই হেয়ার প্যাক
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুন ২৬, ২০২২
ঝলমলে ও মসৃণ চুল পেতে ব্যবহার করুন হেয়ার প্যাক। চুল স্ট্রেইট ভাব নিয়ে আসবে এই প্যাক। পাশাপাশি রুক্ষ ও শুষ্ক চুলের ফেরাবে প্রাণ।
ভেঙে যাওয়া চুলের যত্নে: ৩ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে অর্ধেক কলা ব্লেন্ড করে নিন। ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ১ ঘন্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
আরো পড়ুনঃ ওজন কমাবে যে ৫ খাবার
কন্ডিশনার হিসেবে: প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অতুলনীয় দুধ। কয়েক ফোঁটা কাঁচা দুধের সঙ্গে বেবি অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে মাথার ত্বক ও চুলে লাগান। আধাঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চুল মসৃণ করতে: আধা কাপ দুধ স্প্রে বোতলে নিয়ে নিন। ভেজা চুলে স্প্রে করুন দুধ। চিরুনি দিয়ে আঁচড়ে চুলের জট ছাড়িয়ে নিন। ভালো করে ম্যাসাজ করুন মাথার ত্বকে। আধাঘন্টা পর ধুয়ে ফেলুন।