চুল আঁচড়ানোর সঠিক পদ্ধতি
- কবিতা আক্তার
- জুলাই ২, ২০২২
চুলের যত্নের জন্য ভালোভাবে তা আঁচড়ানো প্রয়োজন। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন আমাদের মধ্যে অধিকাংশই ঠিকমতো চুল আঁচড়াতে পারেন না।
চুল আঁচড়ানোর উদ্দেশ্য শুধু জট ছড়ানো নয়।
মাথা নিচু করে সব চুল সামনে আনতে হবে। তারপর ঘাড় থেকে আঁচড়ানো শুরু করে সামনে চুলের ডগা পর্যন্ত পৌঁছাতে হবে। এবার আবার চুল পেছনে ফেলে কপাল থেকে শুরু করে আজ রাতে হবে শেষ ভাগ পর্যন্ত।
আরো পড়ুনঃ ডিভোর্স কমানোর কিছু কার্যকরী উপায় !
সারাদিনে কতবার চুল আঁচড়াতে হবে তা নির্ভর করে চুলের ধরনও দৈর্ঘ্যের উপর। চুল সোজা বা ঢেউ খেলানো হলে দিনে দুবার আঁচড়ালেই হবে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে চুলে ভালো করে চিরুনি চালাতে হবে।
চুল যদি খুব লম্বা বা শুকনো হয় তাহলে দিনে তিনবার চুল আঁচড়াতে হবে। বেশি সময়ে চুল বেঁধে রাখতে হবে তা হলে বজায় থাকবে চুলের স্বাভাবিক তেল।
চুল যদি খুব কোকড়া বা তেলতেলে হয় তাহলে দিনে একবার আঁচড়ালে হবে। সব সময় মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। তাহলে জট দ্রুত মুক্ত পাবেন। চুল বেশি উঠবে ও না।
আরো পড়ুনঃ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS কি?
ভেজা চুলে কখনো চিরুনি দেওয়া উচিত না। সে সময় চুল নরম থাকে। তাই সহজে চুল ভেঙ্গে যায়। গোসলের সময় চওড়া দাঁতের চিরুনি দিয়ে ভেজা চুলে কন্ডিশনার মাখিয়ে নিন। তাহলে শুকনো চুলে ও জট ছাড়াতে সুবিধা হবে।