ত্বক উজ্জ্বল করবে বিভিন্ন মাস্ক

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুলাই ৫, ২০২২

বিভিন্ন ত্বকের জন্য বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করা হয়। আসুন জেনে নেই...

লোমকূপ উন্মুক্ত করে: ত্বকের স্থায়ী সমাধান পেতে কৃত্রিম পণ্য পরিহার করে চারকোল বা কয়লার তৈরি মাস্ক ব্যবহার করুন। এটা ত্বক থেকে বাড়তি ময়লা ও জীবানু দূর করে সুন্দর রাখতে সাহায্য করে।

সংবেদনশীল ত্বকের জন্য: ত্বক যদি খুব বেশি সংবেদনশীল হয়, বিশেষ করে রোদে গেলে সমস্যা হয় তাহলে মাশরুমের তৈরি মাস্ক সবচেয়ে বেশি কার্যকর।

আরো পড়ুনঃ মর্নিং সিকনেসের কারণে শিশু কি ক্ষতিগ্রস্ত হবে ?

শুষ্কতা দূর করতে: রাত জেগে কাজ করা বা উৎসবের কারণে কম ঘুমের প্রভাব পড়ে ত্বকে। এতে শুষ্ক ও নির্জীব হয়ে পড়ে ত্বক। সেক্ষেত্রে গ্লিসারিন আছে এমন মাস্ক ব্যবহারে উপকার পাওয়া যায়। এটা কেবল ত্বকে উজ্জ্বলতা বাড়ায় না পাশাপাশি ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে।

ফোলা ভাব দূর করে: সারাদিনের কাজের চাপ, এমনকি ব্যক্তিগত জীবনে মানসিক চাপের কারণেও অনেক নারীদের চোখে ফোলা ভাব ও কালচে দাগ দেখা দেয়। অন্যান্য উপাদানের পাশাপাশি অ্যালোভেরা ও গ্লিসারিন সমৃদ্ধ মাস্ক ত্বক ও চোখের ফোলা ভাব দূর করতে সাহায্য করে।

ঠোঁটের জন্য প্রয়োজন: মাস্কের রয়েছে বহুমুখী ব্যবহার। ত্বকের উপকারের পাশাপাশি এটা ঠোঁটফাটা ও শুষ্কতা দূর করে।

আরো পড়ুনঃ কোন রঙের লিপস্টিকে আপনি কেমন !

ভিটামিন সি সমৃদ্ধ এমন কোন মাস্ক বেছে নিন যা ত্বকের পক্ষে ভালো।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment