ত্বকের যত্নে শিট মাস্কের ব্যবহার
- ওমেন্স কর্নার ডেস্ক
- জুলাই ৫, ২০২২
ত্বকের যত্নে শিট মাস্ক অনন্য ভূমিকা রাখে। কোরিয়ান পদ্ধতিতে ত্বক ডিটক্স করতে, প্রাকৃতিক আর্দ্রতা ও মসৃণ ভাব আনতে এটা কাজ করে। শিট মাস্ক এমন এক ধরনের মাস্ক যাতে বিশেষ কিছু উপাদান শোষিত হয় যা ত্বক সুন্দর রাখতে সাহায্য করে।
যদি মাস্ক মুখে লাগিয়ে কিছুক্ষণ পরই তুলে ফেলতে চান তাহলে এটা মুখে থাকা অবস্থায় হালকা মালিশ করুন। এতে ত্বক সকল পুষ্টি উপাদান শোষিত করতে পারবে।
আরো পড়ুনঃ বিরক্তকর এলাচের অবিশ্বাস্য গুনাগুন !
অনেকেই মনে করেন, শিট মাস্ক যত বেশি সময় ত্বকে রাখা হবে তা তত ভালো কাজ করবে। প্রকৃত অর্থে তা নয়। দীর্ঘক্ষণ শিট মাস্ক পড়ে থাকলে তা ত্বকে উপকারের চেয়ে উপকার করে বেশি। নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় শিট মাস্ক মুখে রাখলে তা ত্বকের মারাত্মক ক্ষতি করে।
মনে রাখবেন, শিট মাস্ক কার্যকর উপাদান যেমন- চারকোল, টি ট্রি, গ্রিন টি, এবং কোলাজেন থাকে। যেহেতু এগুলো এমন ভাবে তৈরি যে এরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করে তাই মাস্ক শুকিয়ে যাওয়ার আগেই তা তুলে ফেলা উচিত। না হলে তা ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে। এতে থাকাও উপাদান গুলো ত্বকের জন্য ভালো। তবে দীর্ঘক্ষণ ত্বকে রাখলে তা নেশার সৃষ্টি করতে পারে।
এটা ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে। তবে দীর্ঘক্ষণ ব্যবহারে তা ঠিক বিপরীত কাজ শুরু করে।
আরো পড়ুনঃ কাঁচা মরিচ এবং শুকনো মরিচের গুনাগুনগুলো জেনে নিন
তাই শিট মাস্ক ব্যবহারের সময় যদি ঘুমানোর চিন্তা করেন তাহলে নির্দিষ্ট সময় অনুযায়ী অ্যালার্ম ঠিক করে নিন। না হলে ত্বকের জন্য শীট মাস্ক দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে।