ঘরোয়া জিনিসে ত্বকের যত্ন
- ওমেন্স কর্নার ডেস্ক
- আগস্ট ১, ২০২২
একেকজনের ত্বক একেক রকম। বিভিন্ন রকম ত্বকের যত্নে আবার প্রয়োজন বিভিন্ন জিনিস। কিন্তু আপনি খুব সহজেই ঘরোয়া জিনিসেই আলাদা আলাদা ত্বকের যত্ন নিতে পারবেন। আসুন জেনে নেই কিছু সমাধান...
১. ত্বকের শুষ্কতা দূর: অর্ধেকটা পাকা কলা নিন। আর মাঝারি আকারের একটি শসার অর্ধেকটা নিন। ফালি করে কেটে দুটো ব্লেন্ড করে নিন। ৩ ফোঁটা গোলাপ জল মেশান।
আরো পড়ুনঃ কেরালা মাটন কারি
২. উজ্জলতা বাড়াতে: ২ টেবিল চামচ টক দই, এক চিমটি হলুদ গুঁড়ো ও ১ চা চামচ টমেটোর রস মেশান। আলতো করে মুখে মেখে রাখুন।
৩. ত্বক কোমল করতে: ৩ চা চামচ ওট গুঁড়ার সাথে ১ টেবিল চামচ গোলাপজল মেশান। এর সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল দিন। সপ্তাহে তিনবার এই প্যাকটি ব্যবহার করুন।
৪. ত্বকের বয়স কমাতে: গাজরের ১/৪ ভাগ গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিন। আবার গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিন। একটি কাচের বোতলে মিশ্রণটি ঢেলে তাতে ২ চা চামচ টক দই দিন। হয়ে গেল রিংকেল ফ্রি মাস্ক।
আরো পড়ুনঃ পুরানো আসবাবপত্র কেনাবেচা সম্পর্কে জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস
৫. ব্রণ দূর করতে: ২ টেবিল চামচ মধু নিন। এতে ৩ চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। ১ টেবিল চামচ চালের গুঁড়া মেশান। মিশ্রণটি পুরো মুখ ও গলায় লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই প্যাক ব্যবহার করলেই মিলবে উপকার।